Friday , October 7 2022
Home / Motor Bike / এক লিটারে ৮০ কিলোমিটার

এক লিটারে ৮০ কিলোমিটার

বাজাজের যতগুলো বাইক আছে তার মধ্যে মাইলেজ বেশি পাওয়া যায় প্লাটিনা ১০০ মডেলটিতে। এতে এক লিটার জ্বালানিতে ৮০ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। ভারত ও বাংলাদেশের বাজারে বাইকটি পাওয়া যাচ্ছে।

এই মোটরসাইকেলে থাকছে একটি ১০২ সিসির ইঞ্জিন। যা এই মোটরসাইকেলকে মাইলেজের দিক থেকে দেশের অন্যতম সেরার তকমা দিয়েছে।

ভারতে এই মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে ৪৯ হাজার ৬৪৫ রুপি থেকে। টপ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ভারতে ৫৫ হাজার ৯৩০ রুপি।

সাশ্রয়ী এই বাইকে স্প্রিং সোফা সিট, রাবার ফুট প্যাড, ডবল স্প্রিং রিয়ার সাসপেনশন।

(ঢাকাটাইমস)

Check Also

শীতের সকালে বাইক স্টার্ট না নিলে কি করবেন

শীতের সকালে বাইক স্টার্ট না নিলে কি করবেন

শীতের সকালে বাইক স্টার্ট না নিলে কি করবেন শীতকালে ঠোঁট ফাটা, ত্বক শুষ্ক হয়ে যাওয়ার …